সুপারস্টার জিত অভিনীত অসুর ছবিটির টিজার এক কথায় অসাধারণ। জিতের ১৭ বছরের অভিনয় জীবনের সেরা ছবি হতে চলেছে এই ছবিটি। এই ছবিটির টিজারে এক অন্য জিতকে আমরা খুঁজে পাই। এই ছবিটির টিজারের শুরুতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর গলার আওয়াজ এক অন্য মাত্রা যোগ করেছে।এই ছবিটির টিজারে জিতের অভিনয় এক কথায় অসাধারণ। এই ছবিটিতে আমরা নুসরাত জাহান কে অন্য লুকে অভিনয় করতে দেখতে পাবো। এই ছবিটির টিজারের আবহ সংগীত ও অসাধারণ। এই ছবিটির পরিচালক পাভেলকে কুর্নিশ জানাই অসাধারণ একটি টিজার আমাদের উপহার দেওয়ার জন্য। অসুর ছবিটি এই শীতে মুক্তি পাবে। এই ছবিটির মধ্যে দিয়ে স্থাপত্যশিল্পী শ্রী রামকিঙ্কর বেইজ কে ট্রিবিউট জানিয়েছেন পরিচালক পাভেল।
Subscribe
Login
0 Comments