সুরজ গোরবা অভিনীত ছবি ‘নিন্না সানিহাকে’ছবিটি শুটিং ১৯শে আগস্ট থেকে শুরু হবে। এই ছবিটিতে সূর্যের বিপরীতে দেখা যাবে ধন্য রামকুমার কে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন সুরজ নিজেই। ছবিটির সংগীত পরিচালনা করেছেন রঘু দীক্ষিত। এই ছবিটির প্রযোজনা করেছেন অক্ষয় রাজ শেখর রঙ্গ নাথ কুডলি।
Subscribe
Login
0 Comments