হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালন যাকে সকলেই এক নামে চেনে তিনি তার আগামী ছবি ‘র্যামবো: লাস্ট ব্লাড’ এ অভিনয় করবেন। এই ছবিটি র্যামবো সিরিজের পঞ্চম তথা শেষ ছবি। এই ছবিটি পরিচালনা করেছেন আদ্রিয়ান গ্রানবার্গ। এই ছবিটি চিত্রনাট্য লিখেছেন সিলভেস্টার স্ট্যালোন এবং ম্যাট কিউরুলনিক। এই ছবিটিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন পেজ ভেগা, সেগ্রিও পেনিস মেনচেটা।
Subscribe
Login
0 Comments