প্রতিভাবান অভিনেত্রী তাপসী পান্নু ‘থাপ্পর’ ছবির শুটিং শুরু করলেন। তার অভিনীত ‘মিশন মঙ্গল’ ছবিটি একশো কোটির ব্যবসা ইতিমধ্যে করে ফেলেছে। তার অভিনীত ‘বদলা’, ‘পিঙ্ক’, ‘মুল্ক’ ছবি সমালোচকদের মন জয় করে এবং তারা তাপসীর খুবই প্রশংসা করেন। এই প্রত্যেকটি ছবি তে তিনি অসাধারণ অভিনয় ছাপ রেখেছেন। তার আগামী ছবি থাপ্পড়ও একটি নারী কেন্দ্রিক ছবি। এই ছবিটিতে তাপসী একজন বিবাহিত মহিলার চরিত্রে অভিনয় করেছেন যার চরিত্রে নানা দিক রয়েছে। এই ছবিটির মধ্যে যদি একজন মহিলার বিয়ে সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার প্রতিফলন জানাও বোঝা যাবে। পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক অনুভব সিনহা।
Subscribe
Login
0 Comments