তাব্বু এবং ঈশান খাট্টার একটি ছবিতে স্ক্রিন স্পেস শেয়ার করবেন। এই ছবিটি ঔপন্যাসিক বিক্রম সেটের উপন্যাস ‘এ সুইটেবল বয়’ থেকে নেওয়া হয়েছে। এই ছবিটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক মীরা নায়ার। এই ছবিটির শুটিং লখনৌ এবং মহেশ্বরের বিভিন্ন রাস্তাঘাট, রাজমহল, প্রাসাদ, গ্রাম প্রভৃতি জায়গায় হবে। এই ছবিটি চরিত্রে অভিনয় করবেন এবং তাব্বু সাইদা বাঈ এর চরিত্রে অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments