‘তানাজী:দ্য আনসাং হিরো’ ছবিটি থ্রিডি তে মুক্তি পাবে। এই ছবিটি মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজের সৈন্য প্রধান সুবেদার তানাজি মালুসারের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে যিনি সিনহাগাদ দুর্গ এর যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই ছবিটিতে তানাজি র চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। সাইফ আলি খান অভিনয় করেছেন উদয় ভানু র চরিত্রে। কাজল অভিনয় করেছেন সাবিত্রী মালুসারে এর চরিত্রে। জগপতি বাবু অভিনয় করেছেন শীলার মামা চরিত্রে।শরদ কেলকার অভিনয় করেছেন ছত্রপতি শিবাজী মহারাজ এর চরিত্রে। সূর্য্য মালুসারে এর চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগ। এই ছবিটিতে পঙ্কজ ত্রিপাঠী নেহা শর্মা এবং অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি পরিচালনা করেছেন ওম রাউত। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। এই ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন ভুষণ কুমার কৃষাণ কুমার। এই ছবিটি আগামী বছর ১০ই জানুয়ারি ২০২০ তে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments