স্টার জলসায় আসছে এক মজাদার গেম শো। সম্প্রতি শুরু মহল সেই ননফিকশন শো এর শ্যুটিং। এখনও অবধি যা জানা যাচ্ছে রান্না নিয়ে এই মজার শো তে থাকছেন এক ঝাঁক টলি তারকারা। তারকারা ৬ জন করে থাকছেন ‘রাপচিক রাঁধুনি’ আর ‘গুবলেট’ টিম দুটি দলে। ‘গুবলেট’ টিম এর সেনাপতি সায়ন ঘোষ সাথে থাকছেন ভিকি নন্দী, তানিয়া রায় ও অন্যান্যরা।

অন্যদিকে ‘রাপচিক রাঁধুনি’ তে থাকছেন জয়জীৎ ব্যানার্জী, সমিধ মুখার্জী, রাজু মজুমদার, মোনালিসা, দর্শনা, তরঙ্গ ও অন্যান্যরা। দারুন এই মজার শো তে সঞ্চলনার ভূমিকায় থাকছেন অভিনেতা সৌরভ দাস, তাঁকে এর আগে স্টার জলসা তেই ‘স্টার্ট মিউজিক’ নামক একটি শো তে সঞ্চলনা করতে দেখা গেছে।

সৌরভের সাথে সঞ্চলনায় থাকছে শিশু শিল্পী বিলাস। এই মজাদার শো এর পরিচালক সঙ্গীত তিওয়ারি, এর আগে মীরাক্কেল ৬ এর ফাইনালিস্ট সঙ্গীত সামলেছেন বিভিন্ন শো এর সহ পরিচালনার দায়িত্ব।

সম্প্রতি তাঁর পরিচালনায় স্টার জলসায় শুরু হয়েছে একটি গানের রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন ২’।

এই মজাদার রান্নার শো এর নাম এখনও প্রকাশ্যে আসেনি। শো আর নাম কি? কবেই বা আসছে? জানতে হলে চোখ রাখুন স্টার জলসা ও ডিসনি হটস্টারে।