অতিমারী পরিস্থিতিতে লকডাউনের শুরু থেকেই স্কুল বন্ধ, পড়াশোনা চলছে অনলাইনে। ব্ল্যাকবোর্ড, স্কুল বেঞ্চ, স্কুলের মাঠ সবটাই এখন ধরা ছোঁয়ার বাইরে ছাত্র-ছাত্রীদের। এই পরিস্থিতিতে সব ছাত্র-ছাত্রীদেরই মন বড় খারাপ। আর এই মন খারাপ কাটাতেই শিক্ষক দিবসে সিধু-অনিন্দ্যর নতুন গান ‘স্কুল বাড়ির গান’।

এই গানে সিধু-অনিন্দ্যর সাথে গলা মিলিয়েছেন ক্লাস এইটের ছাত্র অরিত, সাথে মিউজিক ভিডিওতেও রয়েছে সে।

গানের সুর, কথা ও মিউজিক ভিডিও পরিচালনা অনিন্দ্য বসু, নিবেদনে সিধু।

সিধু-অনিন্দ্যর সাথে গান গেয়ে বড্ড খুশি অরিত, পুজোর পরে স্কুল খুলবে এই নিয়েও আশাবাদী সে।

কলকাতার তিনটি স্কুলে শ্যুটিং হয়েছে এই মিউজিক ভিডিওটির। সিধু-অনিন্দ্যর কথায় এই করোনা পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে অনলাইনে পড়াশোনা করিয়ে শিক্ষকরা যেভাবে শিক্ষাব্যবস্থাকে ঠিক রাখছেন তাঁদেরও ট্রিবিউট জানতে ‘স্কুল বাড়ির গান’। গানটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিধুর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।