তেলেগু স্পাই থ্রিলার ‘চাণক্য’র টিজার মুক্তি পেয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গোপিচাঁদ, মেহরান পীরজাদা এবং জারিন খান। এই ছবিটির গল্প চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন থিরু। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন বিশাল চন্দ্রশেখর। এই ছবিটির আবু সংগীত পরিচালনা করেছেন শ্রীচরণ পাকালা। এই ছবিটি প্রযোজনা করেছেন রাম ব্রাহ্মণ সুনকারা। এই ছবিটির সহ-প্রযোজনা করেছেন অজয় সুনকারা। এই ছবিটি দুসেরাতে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments