প্রতিভাবান কণ্ঠশিল্পী দিয়া রায়চৌধুরীর মিউজিক অ্যালবাম ‘মুভিং অন’ দর্শক- শ্রোতাদেরকে হতাশাকে দূর করতে সাহায্য করবে।

প্রতিভাবান কণ্ঠশিল্পী দিয়া রায়চৌধুরীর মিউজিক অ্যালবাম ‘মুভিং অন’ বেশ কিছুদিন আগে কলকাতা ভিডিও এইচডি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এই গানটি গতানুগতিক আধুনিক গানের বাইরে বের স্বতন্ত্র সাবলীল এবং শ্রুতিমধুর হয়েছে।বর্তমানে টলিউডে অথবা বলিউডে যে ধরনের সংগীত হচ্ছে তার বাইরে গিয়ে যে ধরনের প্রচেষ্টা কণ্ঠশিল্পী করেছেন তা সত্যিই কুর্নিশ জানাবার মত।

এই সোলো মিউজিক অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন সায়ন্তন দাশগুপ্ত।এই গানটিতে তিনি এডিএমকে যেভাবে ব্যবহার করেছেন( ফিউচার বেস, ফিউচার হাউজ এবং মর্ডান ইলেকট্রিক সাউন্ড) শ্রোতাদের তা যথেষ্ট ভাল লাগবে।বাঙালি মানসিকতা এবং তাদের চিরাচরিত অভিরুচির কথা মাথায় রেখে ইডিএম সঙ্গে ভারতীয় মিউজিকের সুন্দর মেলবন্ধন করা হয়েছে। এই গানটির মধ্যে দিয়ে অতিমারি বা মহামারী সময় একটি সদর্থক বার্তা পজিটিভ ভাইবস্ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অতিমারির সময় বহু মানুষ কর্ম হীন হয়ে পড়েছেন তারা নিজেদের ব্যক্তিগত জীবনে প্রচন্ড দুশ্চিন্তায় ভুগছেন।সেই দুশ্চিন্তা বা নেগেটিভিটি এবং হতাশা থেকে দূরে সরে পজিটিভ হওয়ার বার্তা দিয়েছে এই গানটি।এই গানটির লিরিক্স লিখেছেন সায়ন্তন দাশগুপ্ত । এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন চৈতালি দত্ত।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x