তামিল ছবি ‘কান্না’র তেলেগু রিমেক ‘কৌশল্যা কৃষ্ণমূর্তি’ ২৩ শে আগস্ট মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করবেন ভিমানেনি শ্রীনিবাস রাও। ছবিটিতে অভিনয় করেছেন ঐশ্বর্যা রাজেশ রাজেন্দ্র প্রসাদ এবং হলিউড সুপারস্টার শিবাকার্তিকেয়ান। ছবিটিতে ঐশ্বর্যা একজন মেয়ের চরিত্রে অভিনয় করছেন যে বিশ্বকাপে ভারতের হয় ক্রিকেটে প্রতিনিধিত্ব করে। ঐশ্বর্যার ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করবেন সুপারস্টার শিবা কার্তিকেয়ান। এই ছবিতে রাজেন্দ্র প্রসাদ ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments