তেনালি রামকৃষ্ণ বিএ.বিএল ছবির টিজার ইউটিউবে ১.৫ মিলিয়ন ভিউজ ইতিমধ্যেই অতিক্রম করেছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুদীপ কিশান, হানসিকা,শরত কুমার, মুরালি শর্মা,ভেনেল্লা কিশোর,আয়াপ্পা শর্মা,পোসানি কৃষ্ণ মুরলি,সপ্তগিরি,রঘু বাবু,প্রভাস শ্রিনু। এই ছবিটির চিত্রনাট্যও লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন যিনি নাগেশ্বর রেড্ডি। এই ছবিটির গল্প লিখেছেন টি রাজাসিমহা। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন সাই কার্তিক। এই ছবিটি প্রযোজনা করেছেন পি নাগা ভূষণ রেড্ডি, কে সঞ্জীব রেড্ডি, রুপা জগদীশ, শ্রীনিবাস হিন্দু মুরি।
Subscribe
Login
0 Comments