আর্নল্ড শোয়াজনেগার অভিনীত ‘টার্মিনেটর: ডার্ক ফেট’ ছবিটি আগামী ১লা নভেম্বর ভারতে মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করছেন টিম মিলার। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আর্নল্ড শোয়াজনেগার, লিন্ডা হ্যামিলটন, গাব্রিয়েল লুনা, ম্যাকেঞ্জি ডেভিস, নতালিয়া রইস, ডিয়েগো বনেলা। এই ছবিটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন। এই ছবিটির গল্প লিখেছেন জেমস ক্যামেরুন, চার্লস এগলি, জোশ ফ্রায়েডম্যান, ডেভিড গ্যয়ার, জাস্টিন রোডস্। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড গ্যয়ার এবং জাস্টিন রোডস্। এই ছবিটি ভারতের হিন্দি ইংরেজি, তামিল, তেলেগু, কানাড়া এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে। এই ছবিটি নিয়ে ভারতে আর্নল্ড শোয়ার্জনেগারের ভক্তরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছে। এই ছবিটিও ভারতে দারুণ ব্যবসা করবে বলে আশা করা যাচ্ছে।
Subscribe
Login
0 Comments