থালাপতি বিজয় অভিনীত ‘বিজিল’ ছবিটি তেলেগু ভাষায় ‘হুইসেল’ নামে মুক্তি পাচ্ছে। এই ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের মনে প্রবল উৎসাহ রয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন থালাপতি বিজয়, নয়ন তারা, বিবেক, কাঁথির, যোগী বাবু। এই ছবিটি প্রযোজনা করেছেন কালপাথি এস আঘোরাম, কালপাথি এস.গণেশ,কালপাথি এস.সুরেশ। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কার পুরস্কার বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এই ছবিটির গান লিখেছেন বিবেক। এই ছবিটির ট্রেইলার এবং গানের মধ্যে দর্শকদের মন তুমুলভাবে জয় করেছে।
Subscribe
Login
0 Comments