The chemistry of “Sahir-Hina” duo will be seen in the new song “Mohabbat Hain” sung by Stebin Benn to the tune of Jeet Ganguly ……..

 

ভাইরাল অরিজিনালস ও মোহিত সুরি নিবেদিত জিত গাঙ্গুলির নতুন গান “মহব্বত হ্যা” মুক্তি পেল গতকাল। গানটি গেয়েছেন অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্টেবিন বেন। আর যখন মানুষের হৃদয়ের কাছের এই দুই ব্যক্তিত্ব একসঙ্গে জুটি বেঁধে কোন গান তৈরির ভার নেন তখন তা যে শ্রোতাদের মনে বিশেষ স্থান অর্জন করবে এমনটাই স্বাভাবিক।

তবে শুধু গান নয় মিউসিক ভিডিওটির গল্পের কনসেপ্টও মানুষের হৃদয় স্পর্শ করার মত। ভালোবাসা একটি ছোট্ট শব্দ হলেও তার ব্যাপ্তি এবং গভীরতা অনেকখানি। কথিত আছে নাকি সত্যিকারের ভালোবাসা অমর,বেঁচে থাকে মৃত্যুর পরও। তবে মৃত্যর পর কোনো জন্ম আদেও আছে কিনা বা পুনর্জন্ম বলে কিছু হয়কিনা সে কথা আমরা এখনো পাকাপাকি ভাবে জানিনা। যদি পরজন্ম বলে কিছু থাকে,হৃদয়ের অপূর্ন স্বাদ পূরণ করতে বার বার জন্ম নেয় মানুষ। আর ভালোবাসার জন্য বার বার জন্ম গ্রহণের স্বাদ তো কখনোই ফুরোয়না অন্তর আত্মার। তাই হয়তো ভালোবাসার জন্য পুনর্জন্ম হয় মানুষের ।

“মহব্বত হ্যা” গানটির শুরু হয় একটি একসিডেন্টের দৃশ্য দিয়ে। আর তার পর দেখানো হয় পঁচিশ বছর পরের দৃশ্য। এবং তারপরই অতীতের ঘটে যাওয়া ঘটনার সঙ্গে বর্তমানের ঘটনার পুনরাবৃত্তি দেখানো হয় গানে এবং শেষ হয় আবারো বছর পঁচিশের আগের সেই একই একসিডেন্টের ঘটনা দিয়ে । তারপর আবারো পঁচিশ বছর পরে পুনর্জন্ম , দেখা হওয়া । এইভাবেই বার বার দেখা হতে থাকে তাদের দুজনের , যেনো সবটাই পূর্বনির্ধারিত। আসলে গানটিতে অতীত , বর্তমান, ভবিষ্যতের একই ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে , একটি ছোট্ট অথচ গভীর বার্তা “ভালোবাসা চিরন্তন বা শাশ্বত” এই ভাবটিকে সহজ এবং সুন্দরভাবে নিবেদন করা হয়েছে শ্রোতা-দর্শকদের কাছে।

গানের অসাধারন লিরিক্স কুনাল ভার্মার। গান , মিউসিক ভিডিওর গল্পের পর এবার আসা যাক মিউসিক ভিডিওর অন্যতম বিশেষ আকর্ষণ ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রদের কথায় । ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জনপ্রিয় সাহির শেইখ এবং হীনা খান। সাহির শেইখের দুর্দান্ত অভিনয় নিয়ে নতুন করে দর্শকদের জানোর কিছু নেই। তাঁর এবং হীনার উভয়েরই অভিনয় বরাবরের মতোই একবাক্যে দর্শকদের নজর কেড়েছে। প্রতিটি ইমোশনাল চরিত্রে অভিনয়ের দক্ষতা আমরা বরাবরই দেখেছি সাহির শেইখের কাজে , তা সে মহাভারতের অর্জুনই হোক বা দেব দীক্ষিত আর আবীর রাজবংশীর চরিত্রেই হোক। ওপর দিকে হীনা খানও একের পর এক দারুন কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন তাঁর কর্মদক্ষতার মাধ্যমে।

গানে জিত গাঙ্গুলি এবং স্টেবিন বেন এর জুটি অন্যদিকে ভিডিওতে সাহির-হীনার জুটি আর ভিডিওর সুন্দর একটা কনসেপ্ট, মিউসিক ভিডিওটিকে পূর্নতা দিয়েছে এবং সফল করে তুলেছে ভীষণরকম ভাবে। অসামান্য কিছু শিল্পীদের মেলবন্ধনে তৈরি এই ভিডিও যে মানুষের হৃদয় জয় করবেই সেইটাই স্বাভাবিক । আর তাই একদিনের মধ্যেই গানটি ৫৫ লক্ষেরও বেশি ভিউস অর্জন করে নিয়েছে। হয়তো আরো অনেক ভিউস পেতে চলেছে ভবিষ্যতে এই মিউসিক ভিডিওটি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x