দ্য হান্ট ছবিটির মুক্তির দিন রদ করা হলো। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের টনে এল পাসো নামক জায়গায় ৩১ জন মানুষকে গুলি করে মারা হয়। এই ঘটনাটি ঘটার পর এই ছবিটির পরিচালক ক্রিক জোবেল। এই ছবিটির মুক্তির দিন ২৭ সেপ্টেম্বর হিসেবে বাতিল করেন। এই ছবিটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে পরোক্ষভাবে ওই ৩০ জনের মৃত্যুর জন্য এই ছবিটিকে তিনি দায়ী করেন। এই ছবিটিতে অভিনয় করেছেন এমা রবার্টস, বেটি গিল্পিন, হিলারি সং।
Subscribe
Login
0 Comments