‘দ্য রক’ নামে খ্যাত ডোয়াইন জনসন তার দীর্ঘদিনের বান্ধবী লরেন হাসিয়ান কে বিয়ে করলেন। ২০০৬ সাল থেকে তাদের প্রেম শুরু হয়। ‘দ্য গেমপ্ল্যান’ ছবির সেট থেকে দুজনের বন্ধুত্ব শুরু হয় এবং সেখানেই তাদের প্রথম দেখা হয়। ১৮ ই আগস্ট হাওয়াই দ্বীপে এই দুজনে বিয়ে করেন। দ্য রক নামে খ্যাত ডোয়াইন জনসন একদিকে যেমন অভিনয় নিজের শীর্ষস্থান দখল করেছেন ঠিক তেমনি তিনি ডব্লিউ ডব্লিউ ই রেসলিং এর ১০বারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। দ্য রক নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি আপলোড করে এবং সঙ্গে সঙ্গেই তার ফ্যানরা তাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাতে থাকেন। এই যুগলের প্রথম সন্তান জেসমিন জন্ম নিয়েছিল ২০১৫ সালে এবং তিয়ানা জন্ম নেয় ২০১৮ সালে। প্রযোজক ড্যানি গ্ৰাসিয়ার সঙ্গে ডোয়াইন জনসনের ১৯৯৭ সালের ৩রা মে প্রথমবার বিয়ে হয়েছিল। ২০০১ সালে তাদের মেয়ে সিমোন আলেক্সান্দার জন্ম হয়।২০০৭ সালের জুন মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
Subscribe
Login
0 Comments