কোন কিছুর গভীরতা যদি মাপতে হয় তবে সেই প্রতিযোগিতায় সমুদ্রের গভীতার জুড়ি মেলা ভার। সম্পর্কও তেমনই একটি গভীর এবং জটিল বিষয়। আর তারও বেশি জটিল মানুষের চরিত্র বোঝা। মানুষের চরিত্রের বিভিন্ন রকম শেড থাকে। বলা বাহুল্য একই মানুষের মধ্যে বিভিন্ন চরিত্র সুপ্তভাবে বাস করে। মানব সম্পর্কের সেই জটিল যাত্রার কথাই তুলে ধরা হবে শকুন বাত্রার ছবি”গেহরাইয়ান” এর মাধ্যমে।
আর সেই ছবিরই ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। ট্রেলারে প্রাথমিকভাবে আলিশার চরিত্রে দেখা যাচ্ছে দীপিকা পাডুকোনকে, তার বিপরীতে করণের চরিত্রে দেখা যাচ্ছে ধৈর্য কারওয়াকে,যার সঙ্গে আলিশার সম্পর্কের রসায়ন দিন দিন নষ্ট হচ্ছিল । আলিশার কাজিন টি-য়া র চরিত্রে দেখা যাচ্ছে অনন্যা পান্ডেকে । আলিশা আর টি-য়ার ছোটবেলার রঙ্গিন জীবনে কোন পার্থক্যই ছিলনা । কিন্ত বড় হওয়ার সঙ্গে সঙ্গে আলিশার জীবন বিষাদে ভরে ওঠে, বেরঙীন হয়ে যায় করণের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে। ঠিক সেই সময় গল্পে প্রবেশ হয় গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র জেনের । টি-য়া ই তার বাগদত্তা জেনের সঙ্গে আলাপ করায় আলিশার। দুই কাপল ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেখানেই ঘটে বড়সড় ব্লান্ডার, আলিশার সঙ্গে জেন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।
টি-য়ার পেছনে চলতে থাকে তাদের সম্পর্ক। কিন্তু মাত্র কিছুদিনেই কি মানুষকে পুরোপুরিভাবে চেনা সম্ভব???এমনটা মোটেই হয়না,সম্পর্ক যত গভীর হতে শুরু করে,তত একটা মানুষের চরিত্রের গভীর দিক বা ডার্ক সাইড , ব্রাইট সাইড গুলিকে চেনা যায়। আলিশার সাথেও তাই হল, সে জানতে পারে জেন শুধু তার বোনকেই ঠকায়নি, তার মাকেও সে দেখেনি। এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। কি হবে এর পর? সেটাই দেখা যাবে আগামী ১১ ঐ ফেব্রুয়ারি আমাজান প্রাইমের ওয়ার্ল্ড প্রিমিয়ামে।