ফিরোজ এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড প্রযোজিত, পরিচালক সুশোভন ও সহ-পরিচালক অভিজিতের নির্দেশনায় মুক্তি পেতে চলেছে “বেকার ব্যাচেলার” নামক ওয়েব সিরিজটি ।
সম্ভবত আগামী মে মাসেই মৌজ খোর ফিরোজ এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটির চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন সঞ্জন এবং মেকআপের দায়িত্ব সামলেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ ও দেবাশীষ। এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে এমডি ফিরোজ, তনুশ্রী, শুভজিৎ, মনিশ, প্রীতম সহ আরো অনেককে ।
এই গল্পের এক বিশেষ চরিত্রে দেখা যাবে শবর কে। এছাড়াও তিনি এই সিরিজের প্রোডাকশনের মুখ্য ভূমিকা পালন করেছেন। “বেকার ব্যাচেলার” ওয়েব সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে যে একটা আলাদা উৎসাহ ও উদ্দীপনা তৈরি হচ্ছে, তা নিঃসন্দেহে বলা যায়।
প্রতিবেদন – সূর্য (Joint Editor, TBH Bangla )