আহমেদ খানের পরিচালনায় টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর জুটি কে পুনরায় আমরা ‘বাগি থ্রি’ ছবিটিতে দেখতে পাবো। বাগি ছবিটিতেও আমরা টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর কে অভিনয় করতে দেখেছিলাম কিন্তু বাগি টু ছবিটিতে টাইগার শ্রফ এর বিপরীতে তার গার্লফ্রেন্ড দিশা পাটানি অভিনয় করেছিলেন। বাগি থ্রি ছবিটি অ্যাকশন স্টান্ট সবকিছুই বাগি এবং বাগি টু কে ছাপিয়ে যাবে। এই ছবিতে শ্রদ্ধা কাপুর একজন এয়ার হোস্টেস এর চরিত্রে অভিনয় করবেন। এই ছবির জন্য টাইগার শ্রফ ও আর ছবিটির শুটিং শেষ করে জর্জিয়া এগিয়ে মেশিনগান পিস্তল শটগান ও অন্যান্য অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেবেন। এই ছবিটির শুটিং মুম্বাই, আগ্রা এবং পরবর্তীকালে জর্জিয়ায় হবে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফারহাদ সামজি। এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে চরম উৎসাহ রয়েছে। বাগি এবং বাঘের দুটো ছবি বক্সঅফিসে দারুন সাফল্য লাভ করে এবার দেখা যাক বাগি থ্রি ছবিটি এই ২ ছবির তুলনায় অনেক বেশি অ্যাকশন স্টান্ট করতে টাইগার ও শ্রদ্ধা কে দেখা যাবে।
Subscribe
Login
0 Comments