Tikiland’s Motion Character Poster Released ………

সম্প্রতি মুক্তি পেল বহুপ্রতীক্ষিত ওয়েব ফিল্ম “টিকিল্যান্ডের” মোশান ক্যারেক্টার পোস্টার।এই ওয়েব ফিল্মটি কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় , নিবেদন করছেন আকাঙ্খা মংলানি। ওয়েবফিল্মটি পরিচালনা করেছেন অভিষেক চৌধুরী । “একটা সূক্ষ্ম তফাৎ আছে,বিটুইন হিউম্যান,রোবোটস,এলগরিদম এন্ড মেশিনস”। ঠিক কোন তফাৎ কে দেখানো হবে এই ওয়েবফিল্মটিতে সেটাই সবার কাছে একটা বড় প্রশ্ন,যেটা এখনো সাসপেন্স এ রয়েছে।

সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির মোহে এখন সারাবিশ্ব মোহগ্রস্ত। কিন্তু তার ক্ষতিকর প্রভাবে ফোমো নামক এক অদ্ভুত প্রযুক্তিগত ভাইরাসে আক্রান্ত (একাকিত্বের ভয়) সমাজ। সেই সমাজেই সপ্তক নামে এক থিয়েটার শিল্পী ও টিকিস্টারদের মধ্যে দ্বন্দ্বের কথা বলবে এই ওয়েব ফিল্ম । ছবিতে প্রধান চরিত্র,সপ্তকের চরিত্রে অভিনয়ে দেখা যাবে দেবতনুকে।দেবতনুর বিপরীতে দেখা যাবে শুভস্মিতা মুখোপাধ্যায়কে । এছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে থাকবেন ঋ সেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x