এঞ্জেল টেলিভিশন এবং ডিজিটাল এর জনক শ্রী রতন লাল তাঁতিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সকালে হঠাৎ করেই তার শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যায় এবং তা থেকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
বাংলা চলচ্চিত্রজগতে তার অবদান অতুলনীয়। প্রায় চার দশক ধরে বাংলা বিনোদন জগতের অন্যতম কান্ডারি ছিলেন শ্রী রতন লাল তাঁতিয়া।একজন মাড়োয়ারী হয়েও বাংলা চলচ্চিত্রের প্রতি তার ভালবাসা শ্রদ্ধার জন্য তিনি প্রতিটি বাঙালির বুকে চির স্মরণীয় হয়ে থাকবেন। প্রায় চার দশক ধরে তিনি প্রতিটি বাঙালির টেলিভিশন স্ক্রিনে এবং তাদের মনে বিচরণ করেছেন। এঞ্জেলের সেই হলুদ রঙের এ এবং পিছনের সবুজ রঙের সুন্দর লোগোটি আজও জ্বলজ্বল করছে বাঙালির মনে। বাংলা ছবির প্রতি তাঁর এই অবদান প্রতিটি বাঙালি সগৌরবে মনে রাখবে।
আজ সন্ধ্যা সাড়ে ছটায় শ্রী রতন লাল তাঁতিয়া র বাসভবন থেকে তার মরদেহ শেষ যাত্রার উদ্দেশ্যে বের করা হবে বলে জানান শ্রী অভয় কুমার তাঁতিয়া (স্বর্গত শ্রী রতন লাল তাঁতিয়া’র ছোট ভাই) যিনি বর্তমানে এঞ্জেল টেলিভিশন প্রাইভেট লিমিটেড এবং ক্লিকের কর্ণধার এবং অভিভাবক। তার হাতেই বর্তমানে এঞ্জেল এবং ক্লিক এর সমস্ত দায়িত্বভার রয়েছে।