রক্তিম-জ্যোতির মন মাতানো নতুন প্রেমের গান”তোর কাজল চোখে” প্রকাশ পেল কিছু মুহুর্ত আগেই।♥️♥️
কলমে-অধ্যায় সাহা✒️
পুজোর পর আবারও রক্তিম-জ্যোতি জুটির নতুন গান”তোর কাজল চোখে” এবার প্রকাশিত হল অরূপ প্রোডাকশন থেকে। গোটা ভিডিও জুড়েই দেখানো হয়েছে একটা ছোট্ট প্রেমের গল্প । হ্যাঁ , এটি একটি মিষ্টি প্রেমের গান।
প্রেমে পড়লে মানুষ কত কি না করে। আর তার সাথে ঘোরাঘুরি,আড্ডা না হলে কি প্রেম জমে? দীর্ঘ প্রতীক্ষার পর সবাই প্রিয় মানুষটার দেখা পেতে চায়। তাইতো হাতে হাত রেখে মনের মানুষগুলো বেরিয়ে পড়ে একটা সুন্দর প্রেমের মুহূর্ত বাঁচার উদ্যেশ্যে। আর রক্তিম-জ্যোতি জুটির এই নতুন প্রেমের গান প্রেমের সেই মিষ্টি সাক্ষাতের মুহূর্ত গুলোকেই দেখিয়েছে । তার ওপর জন্মদিনের মত একটা বিশেষ দিনে যদি প্রেমিক-প্রেমিকাকে কাছে পাওয়া যায়?তার মত দারুন উপহার তো আর হতেই পারেনা।
দেখা করতে গিয়ে কাউকে না কাউকে তো জীবনে অন্তত একবার হলেও অনেক প্রতীক্ষার সম্মুখীন হতেই হয়েছে তাই না?????কিন্তু সেই প্রতিক্ষাও বোধয় মিষ্টি হয় যদি প্রতিক্ষাটা প্রিয় মানুষের জন্য হয়। এরকম অনেক মিষ্টি অভিমানে ভরা “তোর কাজল চোখে”।
অরূপ হালদার এর লিরিক্সে ,তাঁরই প্রযোজনায় এবং কম্পোজার অপু দেবনাথের এই মিষ্টি গানটি গেয়েছেন রক্তিম এবং জ্যোতি। পাশাপাশি অভিনয়েও দেখা গেছে এই জুটিকে । আর আমরা তো সকলেই বরাবর এই জুটিকে ভালোবেসে এসেইছি। তাই আবারো রক্তিম-জ্যোতি জুটি উপহার দিলো তাঁর শ্রোতা-দর্শকদের এমন একটা মিষ্টি প্রেমের গান। গানটি অনেক সাফল্য পাক এই কামনাই রইল এবং তাঁদের পরবর্তী গানের জন্যও রইল অনেক শুভকামনা।