বলিউডের ট্রেড অ্যানালিস্ট এবং সমালোচকদের মতে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত “সূর্যবংশী”( SOORYAVANSHI) ছবিটি সারা ভারতে শুক্রবার মোট ২৬.২৯ কোটি টাকা আয় করেছে। এই ছবিটির মোট রোজগারের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি এবং উত্তর প্রদেশ। দিল্লি এবং উত্তরপ্রদেশ মিলিয়ে এই ছবিটি মোট সংগ্রহ করেছে ৫.৫৮ কোটি টাকা। গুজরাট সৌরাষ্ট্র মিলিয়ে এই ছবিটি রোজগার করেছে ৫.১৬ কোটি টাকা। মহারাষ্ট্র এবং গোয়া মিলিয়ে এই ছবিটি মোট রোজগার করেছে ৪.৫৭ কোটি টাকা। অনেকেই হয়তো মহারাষ্ট্রের অংকের হিসাব টা মিলাতে পারছেন না। মহারাষ্ট্রে প্রত্যেকটি সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক আসন নিয়ে খুলেছে তাই কালেকশন অনেকটাই কম।
সূর্যবংশী ( SOORYAVANSHI) ছবিটি আন্তর্জাতিক বাজারে শুক্রবার ৮.১০ কোটি টাকা রোজগার করেছে। সংযুক্ত আরব আমিরশাহী, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম প্রমূখ দেশ এর অন্তর্ভুক্ত।