মুক্তি পেল ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী ছবির ট্রেলার

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। ছবিটির নাম ‘মনের মত মানুষ পাইলাম না’। এই ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলি। মিশা সওদাগর, সাদেক বাচ্চু, সাবেরী আলম, শিবু ,শানু ,ববি, নাদের খান, মৌসম বাসার। এই ছবিটির গল্প-চিত্রনাট্য-সংলাপ লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু নিজেই। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। ছবিটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান এবং বাবা যাদব। ছবিটির প্রযোজনা করেছেন শাকিব খান ফিল্মস এবং দেশ বাংলা মাল্টিমিডিয়া। এই ছবিটির মাধ্যমে সমাজে বিভিন্ন মানুষের সাথে মহিলাদের ওপর যে শারীরিক অত্যাচার হয় এবং তার পরে তার ন্যায়বিচার পেতে তাকে যে কী পরিমানে কাঠ-খড় পোড়াতে হয় তাই ছবিটির মধ্যে দিয়ে বোঝা যাবে। এই ছবিটিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। শাকিব খানের আগের ছবি ‘পাসওয়ার্ড’ বাণিজ্যিকভাবে বাংলাদেশে দারুন ভাবে সফল হয়েছিল এবং ছবিটি বাংলাদেশের বক্স অফিসে ব্লকবাস্টার ঘোষিত হয়। এই নতুন ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x