জি বাংলার নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’ র হাত ধরেই বহু দিন বাদে টেলিভিশনে ফিরেছেন অভিনেত্রী দেবশ্রী রায়।

প্রথম সপ্তাহে থেকেই টিআরপি তালিকায় ৮.৭ নম্বর পেয়ে তিনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এবার তাকে টক্কর দিতে ঐ একই সময়ে অর্থাৎ রাত ৯টায় স্টার জলসায় আসছে ‘আয় তবে সহচরী’।

প্রায় ৪ বছর পর এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে ফিরছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। বাস্তব জীবনে কণীনিকা দেবশ্রী রায়ের ভক্ত হলেও টিআরপির লড়াইয়ে পিছিয়ে থাকতে মোটেই চাননা কণীনিকা।

এবার দেখার বিষয় এই লড়াইয়ের ফল কি হয়। কনিনীকা অভিনিত ‘আয় তবে সহচরী’ আসছে আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে সোম-রবি রাত ৯টায় স্টার জলসা ও ডিসনি হটস্টারে।

স্টার জলসায় রাত ৯টায় এখন সম্প্রচারিত হচ্ছে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’। দেবাদৃতা ও প্রারব্ধী অভিনিত এই ধারবাহিক টিআরপির লড়াইয়ে অনেকটাই পিছিয়ে, এখন থেকে এই ধারাবাহিক রাত ৯টার পরিবর্তে প্রতিদিন রাত ১১টায় সম্প্রচারিত হবে।