‘মন মানে না’ সুরিন্দর ফিল্মস প্রযোজিত দেব-কোয়েল জুটির একটি ব্লকবাস্টার ছবি ছিল ‘মন মানে না’। কিন্তু কথাটা কেন এখন বলছি জানতে খুব ইচ্ছে হচ্ছে তাইনা? ‘মন মানে না’ মেগা সিরিয়াল আসতে চলেছে কালার্স বাংলা চ্যানেল।
বিষ্ণুপুরের মেয়ে গৌরী সাদাকে সাদা আর কালোকে কালো বলতে ভালোবাসে। সে বিন্দুমাত্র ভয় পায় না সত্য কথা বলতে। ঈশ্বরের প্রতি তার অগাধ ভালোবাসা এবং আস্থা রয়েছে।
অন্যদিকে রয়েছে রুদ্র। রুদ্র তে সাদাকালো কিছু বোঝেনা সে জানে তার বড়মাকে। রুদ্র শিবের অপর নাম। তার আচরণও শিবের মতো। একবার যদি সে রেগে যায় তাণ্ডব শুরু হয়।

বড়মা রুদ্রকে হাতিয়ার করেই বিষ্ণুপুরে প্রতাপে শাসন করছে। বড়মার কাছে ভালোবাসার অপর নাম ক্ষমতা। বড়মা রুদ্র কে ব্যবহার করে বিষ্ণুপুরে যাবতীয় ক্ষমতা নিজের কুক্ষিগত করেছে।
এই মেগাসিরিয়ালটির মধ্যে দিয়ে আমরা প্রকৃত ভালোবাসা এবং ক্ষমতার ভালোবাসার মধ্যে বিভেদ এবং আসল ভালোবাসা ক্ষমতার ভালোবাসাকে ছাপিয়ে যেতে পারে কি-না তা দেখতে পাবো।
‘মন মানে না’ মেগাসিরিয়ালটি তে গৌরীর চরিত্রে অভিনয় করেছেন পল্লবী দে। রুদ্র চরিত্রে অভিনয় করেছেন সৌম্য ভট্টাচার্য্য। বড়মার চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু।
এই মেগাসিরিয়ালটির সঙ্গীত পরিচালনা করেছেন বিখ্যাত সুরকার জিৎ গাঙ্গুলী।
‘মন মানে না’ মেগাসিরিয়ালটি প্রয়োজনীয় করেছেন সুরিন্দর ফিল্মস।
আগামী ৩০ শে আগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭-৩০ টায় ‘কালার্স বাংলা’ চ্যানেলে আপনারা ‘মন মানে না’ মেগাসিরিয়ালটি দেখতে পাবেন।