গায়িকা তুলসি কুমারের গান ‘তেরি বান জাউঙ্গী'(রিপ্রাইস ভার্শন) আজ মুক্তি পেয়েছে। এই গান টি সিরিজ মিউজিক লেভেল থেকে মুক্তি পেয়েছে। এই গানটির লিরিক লিখেছেন কুমার এবং কম্পোজিশন করেছেন অখিল সচদেব। অরিজিনাল গানটি গেয়েছিলেন তুলসি কুমার এবং অখিল সচদেব। মেলোডি নির্ভর এই গানটি দর্শকদের নিশ্চয়ই ভাল লাগবে। গানটি ইউটিউব অন্যান্য মিউজিক স্ট্রিমিং অ্যাপ এ আপনারা শুনতে পাবেন। এই গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শক্তি হাসিজা।
Subscribe
Login
0 Comments