‘মার জাভা’ ছবিটির ‘তুম হি আনা’ গানটি ইউটিউব ট্রেন্ডিং এ তিন নম্বর পজিশনে রয়েছে। এই গানটি মাত্র ৯ ঘণ্টার মধ্যে ৪ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই গানটি গেয়েছেন যুবিন নটিয়াল এবং সঙ্গীত পরিচালনা করেছেন পায়েল দেব। এই গানটি লিখেছেন কুনাল ভার্মা। মার জাভা ছবিটি আগামী ১৫ই নভেম্বর মুক্তি পাবে। এই ছবিটির ট্রেলার খুবই প্রশংসিত হয়। এই ছবিটির ট্রেলার প্রায় ২৮ মিলিয়ন ভিউজ ইতিমধ্যে অতিক্রম করেছে। এই ছবিটির মধ্যে দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা কে আমরা নতুনভাবে দেখতে পাবো। এই ছবিটিতে সিদ্ধার্থ মালহোত্রা ঋতেশ দেশমুখ তারা সুতারিয়া এবং রাকুল প্রীত সিং প্রত্যেকেই অনবদ্য অভিনয় করছেন। এই ছবিটির মধ্যে দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা আর ক্যারিয়ার আবার শিখরের দিকে পৌঁছাবে বলে মনে হচ্ছে। এই গানটির লিরিক্স এবং মিউজিক খুবই অসাধারণ এবং জমিন দারুন গেয়েছেন। এই গানটি যে চার্টবাস্টার হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিটিতে আমরা এক থা ভিলেন ছবিটির মত সিদ্ধার্থ এবং রিতেশের সেই অনবদ্য প্রতিদ্বন্দ্বীতা দেখতে পাবো।
Subscribe
Login
0 Comments