
ভালোবাসার এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির পরিচালক ‘ ভিকি জাহেদ ‘। গল্পের নাম ‘তুমি আরেকটি দিন থাকো ‘। আসলে আমরা যাকে প্রকৃত ভালোবেসে ফেলি, তার থেকে দূরে থাকাটা আমরা মেনে নিতে পারি না। ভালোবাসা যতই নিঃস্বার্থ হোক না কোনো, দুজন দুজনের পাশে সব সময় থাকবো এইটুকু আশা তো রাখতেই পারি তাই না! কিন্তু সব ভালোবাসার পরিণতি কি ভালো হয়? কিছু কিছু প্রেম অসম্পূর্ণ থেকে যায়। তেমনি একটি গল্প নিয়ে তৈরি এই নাটকটি।
এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন খাইরুল বাসার(রশিদ) , সাফা কবির(নিলু), এ ছাড়াও রয়েছেন ফারিয়া,শাহাদাত সাব্বির,শাজাহান, শোভন।
দুজন মানুষ যখন ভালোবাসার চেয়ে অভিমানকে বেশি করে প্রাধান্য দেয় তখন সেখানে তৈরি হয় দূরত্ব। আর এই দূরত্ব কখন যে রশিদকে নীলুর থেকে দূরে সরিয়ে দেয় তা নিলু বুঝতেও পারেনা।তাদের দূরত্ব এতটাই বেড়ে যায় যে রশিদ নিজেকে নীলুর থেকে দূরে সরিয়ে নিতে চায় এবং সে নিলুকে ছেড়ে চলে যেতে চায়। কিন্তু নিলু সে কি রাশিদকে ছেড়ে ভালো থাকতে পারবে! নাকি সেখানেই থমকে যাবে নীলুর জীবন। এমনই এক প্রেমের গল্প তুমি আরেকটি দিন থাকো।