জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট “ট্যুইটার” এর নতুন সি.ই.ও পরাগ আগরওয়াল।

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট “ট্যুইটার” এর কো-ফাউন্ডার,চিফ এক্সিকিউটিভ অফিসার (সি.ই.ও.) জ্যাক ড্যরসে সোমবার তার সি.ই.ও পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেন।তাঁর পরবর্তী উওরসূরী হিসেবে সি.ই.ও পদে নিযুক্ত হন আই.আই.টি.(বোম্বাই) প্রাক্তনী পরাগ আগরওয়াল।
জ্যাক ড্যরসে দীর্ঘ ১৬ বছর ধরে এই গুরুদায়িত্ব পালন করে আসছেন। “ট্যুইটার” এর এই সাফল্যের নেপথ্যে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ।


পরাগ আগরওয়াল “ট্যুইটার” এ ২০১১ সালে যুক্ত হন।এর আগে পরাগ আগরওয়াল বিখ্যাত টেক-জায়েন্ট “ইয়াহু” (YAHOO) এবং “মাইক্রোসফট” (MICROSOFT) এ কাজ করেছে।পরাগ আমেরিকা যুক্তরাষ্ট্রের “স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়” থেকে “কম্পিউটার সায়েন্স” নিয়ে পি.এইচ.ডি.(PhD) করেছেন।

আই.আই.টি.(বোম্বাই) প্রাক্তনী পরাগ আগরওয়াল “ট্যুইটার” এ অ্যাডস্ ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।২০১৭ সালের অক্টোবরে “চিফ টেকনোলজি অফিসার” (Chief Technology Officer – C.T.O) পদে উন্নীত হন।গত দশ বছরে পরাগ আগরওয়াল ট্যুইটার এর জন্য যে অবদান রেখেছেন তাঁর প্রশংশা করেছেন “ট্যুইটার” এর কো-ফাউন্ডার,প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার (সি.ই.ও.) জ্যাক ড্যরসে।


পরাগ আগরওয়াল চিফ এক্সিকিউটিভ অফিসার (সি.ই.ও.) হিসেবে নিযুক্ত হওয়ায় পর ট্যুইটার কোন পথে এগিয়ে যায় তাই দেখার বিষয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x