-
কিছু কিছু সিরিজ হয় যেগুলো শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে বানানো হয় আর কিছু কিছু সিরিজ হয় যেগুলো দর্শকদের মনস্তত্ত্ব নিয়ে খেলার জন্য বানানো হয়। সেরকমই একটা সিরিজ হল Netflix এর unbelievable। Susannah Grant, Michael Chabon, Ayelet Waldman কে কুর্নিশ এরম এক সিরিজ আমাদের উপহার দেওয়ার জন্য। সিরিজ টি Marie Adler নামক এক ব্যক্তির ধর্ষনের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বানানো। সিরিজ টির চিত্রনাট্য শেষ অবধি এক ধির চাপ বহন করে চলে। কোনো অপ্রাসঙ্গিক বা অবাস্তব জিনিসের ব্যবহার করা হয়নি সিরিজ টি বানানোর সময়। ধর্ষণ কিভাবে একটি ব্যক্তিকে মানসিক ভাবে বিপর্যস্ত করে তোলে সেটি খুব নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছে সিরিজ টি। এছাড়া দুটো পুলিশ স্টেশনের মধ্যে অন্তর্বর্তী দ্বন্দ্ব এবং কিভাবে পুলিশ অফিসারেরা অপরাধের সাথে মানসিক ভাবে জড়িয়ে পড়ে সব কিছু তুলে ধরেছে সিরিজ টি। আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটি সবচেয়ে সুন্দর লেগেছে সেটি হলো মনস্তাত্ত্বিক দৃশ্যে ক্যামেরার কাজ অবচেতন মনে এই কাজ একটা চাপ সৃষ্টি করে। Marie Adler চরিত্রে Kaitlyn Dever দুর্দান্ত। পার্শ্বচরিত্রে যারা রয়েছেন তারাও অনবদ্য। অতি নাটকীয়তা বজায় রাখতে তীব্র আবহ সঙ্গীত এর ব্যবহার করা হয়নি যেটা দৃশ্য গুলিকে আরো জীবন্ত করে তোলে। আপনি যদি বাস্তবসম্মত, ধির, মনস্তাত্ত্বিক, চাপা সিরিজের ভক্ত হন তবে শীঘ্রই দেখে ফেলুন Netflix এর ৮ টা পর্বের ছোট্ট সিরিজ Unbelievable।
Unbelievable- এক অবিশ্বাস্য উপস্থাপনা
