চলছে “খেলা শুরু”-এর গান, সম্প্রতি হয়ে গেল তার মিউজিক লঞ্চ

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে খেলা শুরুর ঝলক, আর এরই মাঝে গত সোমবার ১৬ই আগস্ট হয়ে গেল “খেলা শুরু” সিরিজের মিউজিক লঞ্চ। খুব শীঘ্রই Klikk Originals এর নতুন ওয়েব সিরিজ “খেলা শুরু” শুরু হতে চলেছে।

এটি একটি ভৌতিক রহস্য রোমাঞ্চ। মোট ৯টি পর্বে ধীরে ধীরে উদ্ঘাটিত হবে এর রহস্যের জাল। সিরিজটির পরিচালক সৌপ্তিক সি.। প্রযোজনায়, স্থলান্তর ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

প্রযোজক সৌপ্তিক সি. এবং রণিতা দাশ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশীষ রায়, রণিতা দাশ। এবং এটি অভিনেত্রী রণিতা দেশের প্রথম ওয়েব সিরিজ। এছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন ভ্যালেরি বিদাউত, সুজয় প্রসাদ চ্যাটার্জী, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, শ্রেয়সী সামন্ত, সৌপ্তিক সি., সায়নী চক্রবর্তী, মৃন্ময় দাস, জয়ন্ত ঘোষ, ইন্দ্রনীল দে এছাড়া আরও অনেকে। আর ইতিমধ্যেই এই সিরিজের একটি সুন্দর Title Track প্রকাশিত হয়ে গেল গত ১৬ই আগস্ট। বর্তমানে গানটি Klikk এর অফিসিয়াল You Tube চ্যানেলে শোনা যাচ্ছে।

গানটির নাম “খেলা শুরু…. খেলা শুরু…. খেলা শুরু”। এই সুন্দর গানটি গেয়েছেন দেব অরিজিৎ এবং ইক্ষিতা মুখার্জী। মিউজিক ডিরেক্ট করেছেন, শ্রাবন ভট্টাচার্য। লিরিক্স লিখেছেন, দেবস্মিতা গাঙ্গুলি এবং শ্রাবন ভট্টাচার্য। এই গানের মাধ্যমেই বেশ কিছুটা গল্পের কাহিনীকে দৃশ্যায়িত করে তুলেছেন পরিচালক। “খেলা শুরু”-এর টিজার প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকদের কৌতূহলী মন বেশ সাড়া দিয়ে উঠেছিল।

এবারে এই গান শুনে যেমন মন ভালো হবে, তেমন ভাবেই সেই রহস্য রোমাঞ্চের মাত্রাকেও আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে বলা যেতেই পারে। এই দিন মিউজিক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় অনেকে কলাকুশলী। কেক কাটার মাধ্যমে তাঁরা অনুষ্ঠানটি উদযাপন করেন। এবং অবশ্যই প্রকাশ করেন সিরিজের টাইটেল ট্রাকটি। তাই আর সময় ব্যয় না করে শুনুন সেই সুন্দর গান সাথে দেখুন ও অনুভব করুন ভৌতিক রহস্য রোমাঞ্চ। যা খুব শীঘ্রই আসতে চলেছে Klikk Originals এ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x