
‘জাপান মাউন্টেন ফুজি, ইউরোপ ফিল্ম ফেস্টিভ্যাল, সুইডেন ফিল্ম ফেস্টিভ্যাল
(ফাইনালিস্ট), বেস্ট ইস্তানবুল ফিল্ম ফেস্টিভ্যাল’ নামক বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থেকে শ্রেষ্ঠ পরিচালক অ্যাওয়ার্ড এর তকমা ছিনিয়ে এনেছেন পরিচালক ‘ ইন্দ্রনীল ব্যানার্জী ‘।
এ ছাড়া ‘ফ্লোরিডা বীচ ফিল্ম ফেস্টিভ্যাল ‘ এর থেকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলেন ‘আশিষ পাঠক‘।

TBH বাংলার পক্ষ থেকে ‘ উর্মিমালা ‘ র সকল টিম কে জানাই অসংখ্য অভিনন্দন। পরিচালক ‘ইন্দ্রনীল ব্যানার্জী’কে আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। ‘ উর্মিমালা ‘ আরও অনেক এগিয়ে যাক এবং আরও ভালো ভালো খবর আনুক।

এই ভাবেই এগিয়ে যেতে থাকুক বাংলা ছবি। আমরা আরও ভালো ভালো ছবি দেখার সুযোগ পাবো, এই আশা রাখি। পৃথিবীর বুকে বাংলা ছবি এবং বাংলা ভাষা এ ভাবেই নিজের প্রাধান্য স্থাপন করতে থাকুক। বাংলা ছবি প্রেমীদের জন্য এটি একটি উপহার।আমরা গর্বিত যে আমরা বাঙালি।
