ভেনেসা বেল ক্যালোয়ে ‘কামিং টু আমেরিকা’ ছবিতে অভিনয় করবেন। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জন অ্যামোস, এডি মারফি, আর্সেনিও হল, জেমস আর্ল জোনস,কিং জেফি জোফার,পল বেটস,ওয়েসলে স্নিপস, জার্মাইন ফ্লাওয়ার, লিজলি জোন্স,কিকি লেন্স। এই ছবিটির পরিচালনা করবেন ক্রেগ ব্রিয়ার। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন কেনা বারিস। এই ছবিটির প্রযোজনা করেছেন এডি মারফি কেনা বারিস এবং কেভিন মিশার। এই ছবিটি আগামী বছর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments