জনপ্রিয় অভিনেতা বরুণ তেজ অভিনীত ছবি ‘বাল্মিকী’ ছবির টিজার মুক্তি পেয়েছে। ইতিমধ্যে এই ছবিটির টিজার প্রায় দুই মিলিয়ন এর কাছাকাছি ভিউজ অতিক্রম করেছে। এই ছবিটিতে বরুন তেজ কে অন্য এক ধরনের নতুন লুকে দেখা যাবে। এই ছবিতে তাকে অ্যাংরি অ্যাকশন হিরো লুকে দেখা যাবে। এই ছবিতে বরুন তেজ এর সঙ্গে পূজা হেগড়ে এবং অথর্ব কে দেখা যাবে। এই ছবির পরিচালনা করেছেন হরিশ শংকর। এই ছবিটির গল্প লিখেছেন কার্তিক সুব্বারাজ। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন মিকি জে মেয়ার। এই ছবিটি প্রযোজনা করেছেন রাম অচন্তা এবং গোপী অচন্তা(ফর্টিন রিল প্লাস ব্যানার)। এই ছবিটি আগামী ১৩ই সেপ্টেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments