বরুন তেজ অভিনীত তেলেগু ছবি ‘বাল্মীকি’র ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুন তেজ, পূজা হেগড়ে এবং অথর্ব।এই ছবিটির গল্প লিখেছেন কার্তিক সুব্বারাজ। এই ছবিটির ক্যামেরা দায়িত্ব সামলেছেন অয়নাঙ্ক বোস। এই ছবিটি পরিচালনা করেছেন হরিশ শঙ্কর। এই ছবিটির প্রযোজনা করেছেন রাম অচন্তা এবং গোপী অচন্তা। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন মিকি জে মেয়ার। এই ছবিটি ২০ই সেপ্টেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments