ভেঙ্কটেশ এবং নাগা চৈতন্য অভিনীত ‘ভেঙ্কি মামা’ ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ভেঙ্কটেশ দাগগুবাতি, নাগা চৈতন্য, পায়েল রাজপুত, রাশি খান্না ,প্রকাশ রাজ ,সম্পথ রাজ, রানী কৃষ্ণ মুরালি। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন এস এস থমান। এই ছবিটির প্রযোজনা করেছেন সুরেশ প্রোডাকশন। এই ছবিটির সিনেমাটোগ্রাফি দায়িত্ব সামলেছেন প্রসাদ মুরেলা।
Subscribe
Login
0 Comments