বর্ষিয়ান টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আজ হাসপাতালে ভর্তি হন। আজ সকাল সাড়ে নটা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শ্বাসনালীতে সংক্রমণ ও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার প্রাথমিক পরীক্ষা করে জানতে পারে তার শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা কম তাই তাকে তার বয়সের কথা ভেবে আইসিইউতে ভর্তি করা হয়। ডাক্তারদের তরফ থেকে জানা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখন স্থিতিশীল। বেশ কিছুদিন ধরেই সৌমিত্র বাবু অসুস্থতায় ভুগছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি আবৃত্তি, অভিনয়,এমন কি কবিতা লেখা সব কিছু নিয়েই তুমুল ব্যস্ত থাকেন। তিনি দেব এবং পাওলি দামের সঙ্গে ‘সাঝবাতি’ ছবিটিতে অভিনয় করছেন। আজ সকালে তিনি বাড়িতে অসুস্থতা বোধ করেন এবং শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আগামী কাল কোন্নগরে ‘ফেরা’ নাটকে তার অভিনয় করার কথা ছিল কিন্তু তার শারীরিক অবস্থার কথা জেনে আগামীকালের নাটকটি স্থগিত করা হয়। আমরা বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি।
Subscribe
Login
0 Comments