“গোবিন্দা নাম মেরা”(Govinda Naam Mera) ছবি নিয়ে আসছেন ভিকি-কিয়ারা-ভূমি
ভিকি কৌশল, কিয়ারা আডবানি, ভূমি পেডনেকার জুটিকে এবার একটি নতুন ছবি দেখা যাবে। ছবির নাম “গোবিন্দা নাম মেরা”(Govinda Naam Mera)। এই ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান। এই ছবিটি প্রযোজনা করছেন “ধর্মা প্রোডাকশনস্”(Dharma Productions) এর কর্ণধার করণ জোহর এবং “ভায়াকম এইটটিন স্টুডিওস”(Viacom18 Studios) । এর আগে শশাঙ্ক “ধর্মা প্রোডাকশন” এর প্রযোজনায় “হাম্পটি শর্মা কি দুলহানিয়া”(Humpty Sharma Ki Dulhania), “বদ্রিনাথ কি দুলহানিয়া”(Badrinath Ki Dulhania), এবং “ধড়ক”(Dhadak) পরিচালনা করেছেন।

“গোবিন্দা নাম মেরা”(Govinda Naam Mera) ছবিটি একেবারেই নির্ভেজাল আমুদে পারিবারিক ছবি হতে চলেছে।
গতকাল “ধর্মা প্রোডাকশনস্” এর কর্ণধার করণ জোহর সোশ্যাল মিডিয়ায় ভিকি কৌশলের একটি পোস্ট আর পোস্ট করে এই ছবিটির কথা দর্শকদের জানান। ভিকি কৌশল এই ছবিটিতে গোবিন্দা ওয়াঘমারের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে অফুরন্ত হাসি, চিৎকার, সন্দেহ সবকিছু মিলে মিশে একেবারে সপরিবারে আনন্দ করার মতন ছবি হতে চলেছে।

এই ছবিতে ভূমি পেডনেকার ভিকি কৌশলের স্ত্রী মিসেস ওয়াঘমারের চরিত্রে অভিনয় করছেন। কিয়ারা আডবানি ভিকি কৌশল( গোবিন্দা ওয়াঘমারের চরিত্রে অভিনয় করছেন) এর গার্লফ্রেন্ড অর্থাৎ বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন।
“গোবিন্দা নাম মেরা”(Govinda Naam Mera) ছবিটি আগামী ১০ই জুন,২০২২ এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ভিকি কৌশল এই ছবিটি ছাড়াও জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক আদিত্য ধর এর ছবি “দ্য ইমমর্টাল অশ্বথামা”এ সারা আলি খানের বিপরীতে অভিনয় করবেন। এছাড়াও স্যাম মানেকসাউ এর বায়োপিকে অভিনয় করবেন। এই বায়োপিক পরিচালনা করছেন মেঘনা গুলজার।
ভিকি কৌশল অভিনীত এবং সুজিত সরকার পরিচালিত “সর্দার উধম সিং” দর্শকদের মধ্যে দারুন সাড়া ফেলে এবং অ্যামাজন প্রাইম ভিডিও ওয়েব ওটিটি প্লাটফর্মের সবচেয়ে বেশি ভিউস পাওয়ার ছবির তালিকায় নিজের জায়গা করে নেয়। সমালোচকরা এই ছবির দারুণ প্রশংসা করেন।
দেখা যাক এই কমেডি ছবিতে ভিকি কৌশল কেমন অভিনয় করেন।