বিদ্যা বালান অভিনীত টেলিছবিটি টিজার মুক্তি পেয়েছে। এই ছবিটিতে একজন ফরেস্ট অফিসারের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালন। এই ছবিটিতে ইলা অরুণ এবং বিজয় রাজ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটির গল্প লিখেছেন আস্থা টিকু। এই ছবিটির চিত্রনাট্য এবং পরিচালনায় সামলেছেন অমিত মাসুর কার। এই ছবিটি জুন মাসে অ্যামাজন প্রাইম ভিডিও তে স্ট্রিমিং হবে।
‘শেরনি’ আসছে অ্যামাজন প্রাইম ভিডিও তে কবে??
