বিজয় এন্টনি অভিনীত ‘খাকি’ ছবিটি আগামী জানুয়ারী ২০২০ তে মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করেছেন আসেনথিল কুমার। এই ছবিটিতে বিজয় অ্যান্টনি, সত্যরাজ, শ্রীকান্ত, ঈশ্বরী রাও, রবি মারিয়া, ইন্দুজা, জয় বিজয় অভিনয় করেছেন। এই ছবিটি ৫০% শুটিং ইতিমধ্যে হয়ে গেছে। এই ছবিটির শুটিং শিমোগা, বেঙ্গালুরু, চেন্নাইতে হয়েছে এবং দ্বিতীয় পেজ এর শুটিং অক্টোবর মাসে শেষ হয়ে যাবে। এই ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অগাথ। এই ছবিতে লিরিক্স লিখেছেন ভৈরামুথু। এই ছবিটির একশন ডিজাইন করেছেন কানাল কান্নন। ছবিটির এডিটিং করেছেন রুবেন। এই ছবিটির ফজলু সেপ্টেম্বরে মুক্তি পাবে এবং ট্রেলার অক্টোবরে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments