ডিয়ার কমরেড খ্যাত অভিনেতা বিজয় দেবেরাকোন্দা বিখ্যাত পরিচালক পুরী জগন্নাথের পরবর্তী ছবিতে অভিনয় করবেন। গতকাল একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিজয় এবং এই ছবিটির সহ-প্রযোজক চার্মি কউর টুইট করে এ ঘটনার সত্যতা জানান। এই ছবিটির যৌথ প্রযোজনা করবেন পুরী জগন্নাথ এবং চার্মি কউর। এই ছবিটির বাকি কাস্টিং ও কলাকুশলী এখনো স্থির করা হয়নি। তবে খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
Subscribe
Login
0 Comments