জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির আগামী ছবি ‘সংগতমিজান’ এর টিজার মুক্তি পেল। অভিনেতা বিজয় সেতুপতি বলিউডে আমির খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করছেন এছাড়াও তার হাতে বেশ কয়েকটি তামিল এবং তেলেগু ছবি রয়েছে। মেলবোর্নে অনুষ্ঠিত মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে তিনি তার ‘সুপার ডিলাক্স’ ছবিতে অভিনয়ের জন্য কিছুদিন আগে সেরা অভিনেতার পুরস্কার জেতেন এবং সমালোচকরা এই ছবির খুবই প্রশংসা করেন। ‘সংগতমিজান’ ছবিতে বিজয় সেতুপতি সঙ্গে রাশি খান্না এবং নিবেদিতা পেথুরাজকে দেখা যাবে। এই ছবিটির পরিচালক বিবেক মার্ভিন। এই ছবিটির চিত্রগ্রহণ করেছেন কেবেল রাজ এবং এডিটিং করেছেন প্রবীণ। এই ছবিটি নিয়ে দর্শকদের মনে বিপুল উৎসাহ রয়েছে।
Subscribe
Login
0 Comments