সুপারস্টার বিজয় তার ‘বিজিল’ ছবির ৪০০ জন কলাকুশলীদের সোনার আংটি উপহার হিসেবে দেন। বিজিল ছবিটির ট্রেলার গান দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই ছবিটির শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং ছবিটির ডাবিং করছেন বিজয়। এই ছবিটির ৪০০ জন কলাকুশলীকে বিজয় সোনার আংটি উপকার হিসেবে দেন। এই উপহার পেয়ে তারা প্রত্যেকেই দারুণ খুশি। এই ছবির অভিনেত্রী রেবা মনিকা টুইট করে এবং তার হাতের আংটির ছবি পোস্ট করে একথা জানান। বিজলী ছবিটিতে বিজয় সঙ্গে নয়ন তারা, কাঁথির, রেবা মনিকা জন, জ্যাকি শ্রফ, ড্যানিয়েল বালাজি, বিবেক, যোগী বাবু, আনন্দ রাজ অভিনয় করেছেন। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কার বিজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এই ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক অ্যাটলি।
Subscribe
Login
0 Comments