ভাইকিং স্টার ট্রাভিস ফিমেল জোন ‘ফোর ওয়ান ফোর’ ছবিতে অভিনয় করবেন। এই ছবিটি পরিচালনা করছেন রিবার্থ খ্যাত পরিচালক অ্যান্ড্রু বেয়র্ড। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন ব্র্যায়েন এডওয়ার্ড। এই ছবিটি একটি সাই-ফাই থ্রিলার। এই ছবিটি প্রযোজনা করেছেন অ্যান্ড্রু বেয়র্ড, মাটিন ব্রেমেন।
Subscribe
Login
0 Comments