বিশাল এবং তামান্না অভিনীত ‘অ্যাকশন’ ছবির টিজার ইউটিউবে ৩ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই ছবিটি সালমান খান অভিনীত ব্লকবাস্টার ছবি এক থা টাইগার’-এর রিমেক। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিশাল, তামান্না ভাটিয়া, ঐশ্বর্যা লক্ষী, যোগী বাবু, আকাংশা পুরি, কবির দুহান সিং,রামকি। এই ছবিটি পরিচালনা করেছেন সুন্দর সি। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিপ হপ তামিঝা। এই ছবিটির প্রযোজনা করেছেন আর রবীন্দ্রন। এই ছবিটির স্টান্ট পরিচালনা করেছেন অনবারিভ। এই ছবিটি ‘ত্রিডেন্ট আর্টস’ এর ব্যানারে মুক্তি পেয়েছে। এই ছবিটি তামিল এবং তেলেগু দুই ভাষাতেই মুক্তি পাবে। এই ছবিটি টিজার খুব ভালো হয়েছে।
Subscribe
Login
0 Comments