না ফিরে আসার একবছর! হারিয়ে জিতে যাওয়ার একবছর! তারা খসে পড়ার প্রত্যেকটা দিন শুধু একটাই নাম ইমানুয়েল রাজকুমার জুনিওর!
আন্নি থেকে ম্যানি! কিংবা এক টেলিস্কোপে দেখা এক এলিয়েন হান্টারের তারার দেশে শিকার করতে যাওয়া ! আর সবটা মিলিয়ে তোমার থেকে যাওয়া!
শুধু কিজি বাসু কেনো তুমি তো লক্ষ্য লক্ষ্য মানুষকে বেঁচে থাকার মন্ত্র শিখিয়ে গেলে; স্বপ্ন দেখার হিসেব বোঝালে! আর তারপর…… একটা বছর! না ফেরার দেশের হাজার গল্প!! তারপর? তারপর ইতি? না…. এ এক না শেষ হওয়া উপন্যাস।
আর সবটুকুর পর, শেষ বেলায় তুমি আবার এসো এক নতুন গল্পে চেনা মানুষ হয়ে।।
Because some people can never be die;
My STAR, we believe u are still alive❤!
Seri?????…. Mr. Rajput??????
Seri??? ……..💔