মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০১৯ এ কারা কারা পুরস্কার পেলেন দেখে নেওয়া যাক:- ‘সুপার ডিলাক্স’ ছবিটির জন্য বিজয় সেতুপতি সেরা অভিনেতার পুরস্কার জিতলেন। ‘অন্ধাধুন’ ছবিতে অভিনয়ের জন্য তাব্বু সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। সেরা পরিচালকের পুরস্কার জিতলেন শ্রীরাম রাঘবন ‘অন্ধাধুন’ ছবিটিতে পরিচালনার জন্য। সেরা ছবির জন্য পুরস্কার জিতল ‘গালি বয়’ ছবিটি। পিপলস চয়েজ অ্যাওয়ার্ডের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে রণবীর সিং-সারা আলি খান অভিনীত এবং রোহিত শেট্টি নির্দেশিত ‘সিম্বা’ ছবিটি।
Subscribe
Login
0 Comments