খুব ঘটা করে কার্তিক আরিয়ানকে নিয়ে দোস্তানা টু এর ফটোশুট করেছিলেন প্রয়োজক পরিচালক করণ জোহর। কিন্তু কার্তিক আরিয়ান এই ছবিটি থেকে সরে আসেন হঠাৎ করে।ধর্মা প্রোডাকশন হাউজ থেকে সামাজিক মাধ্যমে একটি টুইট করে জানানো হয় যে পেশাদারী গত কারণে এই ছবিটি থেকে কার্তিক আরিয়ান আর কাজ করছেন না এবং তার বদলে কে অভিনয় করবেন তা পরে জানানো হবে। যদিও মিডিয়া মহলে গুঞ্জন শোনা যায় বেশ কয়েকটি কারণে করণ জোহর এবং কার্তিক আরিয়ান এর মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল। শ্রীদেবী তলায় জাহ্নবী কাপুরের সঙ্গে কার্তিক আরিয়ান এর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি যার দরুন কার্তিক আরিয়ান করণ কে বলেন জান নবী কে এই ছবিটি থেকে বাদ দিতে। এই শর্তে করণ রাজি হয়নি।আরেকটি তথ্য মতে করণ যে পরিমাণ মূল্য কার্তিককে ছবিটির পারিশ্রমিক দদেবেন বলে চুক্তি করেন তার চেয়ে বেশি টাকা কার্তিক দাবি করেন। কারণ হিসেবে কার্তিক আরিয়ানের মনে হয়েছিল সে পরিমাণ পারিশ্রমিক কাকে দেয়া হচ্ছে তা খুবই কম।
‘দোস্তানা টু’ থেকে কার্তিক আরিয়ান কে বাদ দেওয়ার কারণ???
